Council's Activities
এক নজরে কাউন্সিলের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ
২০ জুন’ ২০০২ সালে কাউন্সিলের সাধারণ পরিষদের প্রথম সভা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব আল্লামা উবায়দুল হক(রহঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতিঝিল, ঢাকা।
১০ মে’ ২০০৩ সালে সদস্য কোম্পানীসমূহের চেয়ারম্যানদের সাথে কাউন্সিলেরমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হোটেল পূর্বাণীইন্টারন্যাশনাল, ঢাকা।
৩১ মে’ ২০০৩ ও ০৪ জুন’ ২০০৩ সালে তাকাফুল এ্যাক্ট এর প্রস্তাবনা সংক্রান্তটেকনিক্যাল সাব কমিটির ০২ (দুই) টি সভা অনুষ্ঠিতহয়।
১৬ আগষ্ট’ ২০০৩ সালে তৎকালীন প্রধান বীমা নিয়ন্ত্রকের কাছে তাকাফুল এ্যাক্ট এর প্রস্তাবনা দাখিল করা হয়।
২১ অক্টোবর’ ২০০৩ সালে সদস্য কোম্পানীসমূহের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালকদের সাথে তাকাফুল এ্যাক্ট এর প্রস্তাবনাসংক্রান্ত কাউন্সিলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল, ঢাকা।
২৪ অক্টোবর’ ২০০৪ সালে ইসলামী বীমা কোম্পানীসমূহের চেয়ারম্যান ও পরিচালকদের সমন্বয় গঠিত ইসলামী ইন্স্যুরেন্স ফোরামেরসাথে তাকাফুল এ্যাক্ট এর প্রস্তাবনা সংক্রান্ত কাউন্সিলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল, ঢাকা।
০৬ জানুয়ারী’ ২০০৫ সালে তৎকালীন মাননীয় বাণিজ্য মন্ত্রীর সাথে তার দপ্তরে কাউন্সিলের প্রতিনিধি দলের তাকাফুল এ্যাক্ট এর প্রস্তাবনাসংক্রান্ত কাউন্সিলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
২৭ ফেব্রæয়ারী’ ২০০৫ সালে তৎকালীন প্রধান বীমা নিয়ন্ত্রকের সাথে কাউন্সিলের প্রতিনিধি দলের তাকাফুল এ্যাক্ট এর প্রস্তাবনা সংক্রান্তকাউন্সিলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বীমা অধিদপ্তর, ঢাকা।
২২ ফেব্রæয়ারী’ ২০০৬ সালে তৎকালীন মাননীয় বাণিজ্য মন্ত্রীর সাথে কাউন্সিলের প্রতিনিধি দলের তাকাফুল এ্যাক্ট এর প্রস্তাবনা সংক্রান্তকাউন্সিলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
১১ ও ১২ মার্চ’ ২০০৭ সালে ইসলামী জীবন ও সাধারণ বীমার নীতি ও পদ্ধতিঃ প্রেক্ষাপট বাংলাদেশ বিষয়ে ইসলামী বীমা কোম্পানী-সমূহে কর্মরত কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত হয়। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ-এর সেমিনার কক্ষ, কৃষি ভবন, ঢাকা।
০২ আগষ্ট’ ২০০৭ সালে তৎকালীন প্রধান বীমা নিয়ন্ত্রকের সাথে কাউন্সিলের প্রতিনিধি দলের তাকাফুল এ্যাক্ট এর প্রস্তাবনা সংক্রান্তকাউন্সিলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বীমা অধিদপ্তর, ঢাকা।
১০ মে’ ২০০৮ সালে ইসলামী বীমা কোম্পানীসমূহের শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান, সদস্য সচিব, সচিব ও মুরাক্বিবগণের সাথেইসলামী বীমা তাকাফুল সম্পর্কিত বিষয়ে কাউন্সিলের মতবিনিময় সভা অনুষ্ঠিতহয়। অস্থায়ী কার্যালয়, ঢাকা।
২৬ অক্টোবর’ ২০০৮ সালে পূর্ণাঙ্গ ইসলামী বীমা কোম্পানীসমূহের সম্মানিতচেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সাথে তাকাফুলএ্যাক্ট এর প্রস্তাবনা সংক্রান্ত কাউন্সিলের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল, ঢাকা।
১৭ ফেব্রæয়ারী’ ২০০৯ সালে কাউন্সিলের সরকারী নিবন্ধন সংক্রান্ত সাব কমিটিরসভা অনুষ্ঠিত হয়।
০৪ মার্চ’ ২০০৯ সালে কাউন্সিল সরকারী নিবন্ধন লাভ করে।
২৮ মে’ ২০০৯ সালে ইসলামী জীবন বীমা কোম্পানীসমূহের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দের সমহার প্রিমিয়াম সংক্রান্ত মতবিনিময় সভাঅনুষ্ঠিত হয়। উক্ত সভায় জনাব ড. এম সোহরাবউদ্দিন উপস্থিত ছিলেন। অস্থায়ীকার্যালয়, ঢাকা।
৩০ জুলাই’ ২০০৯ সালে ইসলামী জীবন বীমা কোম্পানীসমূহে কর্মরত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়। পপুলারলাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সেমিনার কক্ষ, কৃষি ভবন, ঢাকা।
৪ ও ৫ নভেম্বর’ ২০০৯ সালে ইসলামী বীমা কোম্পানীসমূহে কর্মরত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিতহয়। ফারইষ্ট টাওয়ার, ঢাকা।
১১ মার্চ’ ২০১০ সালে বিধি ও প্রবিধানের প্রস্তাবনা তৈরি সংক্রান্ত সাব কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশলিমিটেড এর প্রধান কার্যালয়, ঢাকা।
২৮ এপ্রিল’ ২০১০ সালে বিধি ও প্রবিধানের প্রস্তাবনা তৈরি সংক্রান্ত সাব কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশলিমিটেড এর প্রধান কার্যালয়, ঢাকা।
০৫ মে’ ২০১০ সালে প্রস্তাবিত ইসলামী বীমা/তাকাফুল রেগুলেশন এর উপর এনহেন্সমেন্ট অব গভার্নেস এন্ড ক্যাপাসিটি অব ইন্স্যুরেন্সসেক্টর (ইজিসিস প্রজেক্ট) অর্থ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত কর্মশালায় কাউন্সিলের মাননীয় চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধিদল অংশ গ্রহণকরেন এবং প্রতিনিধিদল উক্ত কর্মশালায় তাদের মতামত ব্যক্ত করেন। বাংলাদেশইনসিওরেন্স এসোসিয়েশন-এর সভা কক্ষ, ঢাকা।
৩১ মে’ ২০১০ সালে প্রস্তাবিত ইসলামী/বীমা তাকাফুল রেগুলেশন এ সংযোজনের ব্যাপারে সাব কমিটি কর্তৃক তৈরিকৃত প্রস্তাবনাএনহেন্সমেন্ট অব গভার্নেস এন্ড ক্যাপাসিটি অব ইন্স্যুরেন্স সেক্টর (ইজিসিস প্রজেক্ট) অর্থ মন্ত্রণালয় এর প্রকল্প পরিচালকদের কাছে জমাদেওয়া হয়।
১৮ জুলাই’ ২০১০ সালে ইজিসিস এর ডেপুটি টিম লিডার জনাব ড. এম সোহরাবউদ্দিনের সাথে কাউন্সিলের মাননীয় চেয়ারম্যানের নেতৃত্বেপ্রস্তাবিত ইসলামী বীমা/তাকাফুল রেগুলেশন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিতহয়। ইজিসিস প্রজেক্ট, ঢাকা।
৩০ ডিসেম্বর’ ২০১০ সালে ইসলামী বীমা কোম্পানীসমূহের শরীয়াহ্ কাউন্সিল/বোর্ডের সদস্য সচিব/সচিব ও মুরাক্বিবগণের সাথে ইসলামীবীমা সংশ্লিষ্ট শরীয়াহ্ সম্পর্কিত বিষয়ে কাউন্সিলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রধানকার্যালয়, ঢাকা।
৩০ জানুয়ারী’ ২০১১ সালে জনাব এম শেফাক আহমেদ এ্যাকচুয়ারী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসাবে যোগদানকরায় কাউন্সিলের পক্ষ থেকে সেক্রেটারী জেনারেল তার সাথে সাক্ষাত করে তাকেমোবারকবাদ জানান।
৩১ মে’ ২০১১ সালে ইসলামী বীমা কোম্পানীসমূহের শরীয়াহ কাউন্সিল/বোর্ডের কার্যক্রম ও মুরাকি¦বের দায়িত্ব সম্পর্কে শরীয়াহ্ কাউন্সি-ল/বোর্ডের সদস্য সচিব/সচিব ও মুরাক্বিবগণের সাথে কাউন্সিলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডএর প্রধান কার্যালয়, ঢাকা।
২৫ মার্চ’ ২০১২-০৩ এপ্রিল’ ২০১২ সালে ০৬ (ছয়) দিনব্যাপী ইসলামী বীমা কোম্পানীসমূহে কর্মরত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেবুনিয়াদী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ-এর সেমিনার কক্ষ, কৃষি ভবন, ঢাকা।
২৫ জুন’ ২০১২ সালে ইসলামী বীমার বিধিমালার প্রস্তাবনা তৈরী সংক্রান্ত সাব কমিটির সভা অনুষ্ঠিত হয়। ফারইষ্ট টাওয়ার, ঢাকা।
১৯ জুলাই’ ২০১২ সালে বাংলাদেশ ইনসিওরেন্স এসোসিয়েশন কর্র্তৃক তাকাফুল ইনসিওরেন্স এর উপর আয়োজিত সেমিনারে কাউন্সিলেরমাননীয় চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বীমাউন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব এম শেফাক আহমেদ এ্যাকচুয়ারী। সভাপতিত্ব করেন এসোসিয়েশনের চেয়ারম্যান জনাবশেখ কবির হোসেন। এসোসিয়েশনের সেমিনার কক্ষ, ঢাকা।
০৯ অক্টোবর’ ২০১২ সালে কাউন্সিল কর্তৃক প্রনীত ইসলামী বীমার বিধিমালার প্রস্তাবনা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানেরনিকট জমা দেওয়া হয়।
০৯ এপ্রিল’ ২০১৪ সালে জনাব শেফাক আহমেদ এ্যাকচুয়ারী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান হিসাবেযোগদান করায় কাউন্সিলের পক্ষ থেকে সেক্রেটারী জেনারেল তার সাথে সাক্ষাত করে তাকে মোবারকবাদ জানান।
প্রতি বছর কাউন্সিলের সাধারণ পরিষদের ১ টি সভা (এজিএম) ও নির্বাহী পরিষদের একাধিক সভা অনুষ্ঠিত হয়।
কাউন্সিল কর্তৃক প্রতি বছর তাকাফুল জার্নাল, বুলেটিন ও বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়।
Islamic Banks Consultative Forum (IBCF) Seminar On Shariah Banking : Bangladesh Perspective April 27, 2014Utshab, Radisson Blu Water Gerden Hotel, Dhaka- এ কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান ও সেক্রেটারী জেনারেল যোগদান করেন।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক গঠিত লাইফ ইন্স্যুরেন্স সংক্রান্ত বিধি/প্রবিধানমালা চূড়ান্তকরণের জন্য গঠিত কমিটির একাধিক সভায়সদস্য হিসাবে সেক্রেটারী জেনারেল শায়েখ এবিএম মাছুম বিল্লাহ যোগদান করেন।
২৮ মে’ ২০১৪ সালে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান এর সাথে কাউন্সিলের সেক্রেটারী জেনারেল সাক্ষাৎ করে বীমাগ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট যে সব বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেছেন তা অব্যাহত রাখা এবং দ্বিতীয় মেয়াদের মধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণকর্তৃপক্ষের “নিজস্ব ভবন” নির্মাণ করার জন্য অনুরোধ করেন।
১৭ সেপ্টেম্বর’ ২০১৪ সালে জাতীয় বীমা নীতি ২০১৪-এর আলোকে “ইসলামী বীমার সম্ভাবনা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশকো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ-এর সেমিনার কক্ষ, মতিঝিল, ঢাকা। কর্মশালায় শতাধিক কর্মকর্তা অংশ গ্রহণ করেন।
২৮ ডিসেম্বর’ ২০১৪ তারিখে ইসলামী বীমা কোম্পানীসমূহের শরীয়াহ কাউন্সিলের সদস্য সচিব, সচিব ও মুরাক্বিবগণের সাথে ইসলামীবীমা/তাকাফুল বিষয়ে কাউন্সিলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অস্থায়ী কার্যালয়, ঢাকা।
২০০৩-২০১৯ সাল পর্যন্ত কাউন্সিল ধারাবাহিকভাবে বুনিয়াদী প্রশিক্ষণ, কর্মশালা ও মতবিনিময় কার্যক্রম পরিচালনা করে আসছে।
২০১০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ইসলামী বীমা বিধিমালার জন্য প্রস্তাবনাতৈরি সংক্রান্ত কাউন্সিলের ১৪ টি সভা অনুষ্ঠিত হয়।
২০ মে ২০২১ তারিখে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান বরাবরে ইসলামী বীমা বিধিমালা প্রস্তাব আকারে জমা দেওয়াহয় যা বর্তমানে কর্তৃপক্ষ কর্তৃক চূড়ান্ত করণের কাজ চলছে।
কাউন্সিলের কার্যক্রমে সন্তোষ্ট হয়ে ২৫ আগষ্ট ২০২১ কর্তৃপক্ষ কাউন্সিলকে এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার অনুমোদন প্রদান করে।বর্তমানে শরীয়াহ ট্রেনিং লিঃ এর নামে এজেন্ট প্রশিক্ষণের কার্যক্রম চলছে।
ইসলামী বীমাঃ প্রেক্ষিত বাংলাদেশ ৩৬৮ পৃষ্ঠার একটি বই প্রকাশ করেছে।
কাউন্সিলের কার্যক্রম জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।
কাউন্সিলের প্রচেষ্টার ফলেই বীমা আইন ২০১০-এ ইসলামী বীমা সম্পর্কিত ধারাসংযোজন করা হয়েছে।
বীমা শিল্পে শরীয়াহ নীতিমালা বাস্তবায়নে সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল এর ভূমিকা-২০১৪ এ্যালবাম আকারে প্রকাশ করেছে যা ইতোমধ্যেসকলের কাছে পৌছানো হয়েছে।
এছাড়াও কাউন্সিলের আরো অনেক কার্যক্রম ছিলো, আছে ও চলছে।